শুধু একচিলতে বিশ্রামের আশায়
দিনরাত কাজের স্রোতে ভেসে যায়
আর বিশ্রাম মাতে প্রহসনের খেলায়।
শুধুই একপ্রহর গানের ভেলার
সুরের দোলার মোহাবিষ্ট আচ্ছন্নতার
স্বপ্ন দেখি, মালা গাঁথি অলীক কেয়ার,
কুহেলিকায় ভরা তা শুধুই হতাশার।
খুব বেশি স্বপ্ন দেখি বাবার মুখ
পার্বণ চলে যায়, দুখে ভরা বুক
ওপারে তুমি যেন পাও অপার সুখ।
কেউ যেন ভেবনা আমি অবসন্ন
সবকিছু সয়ে আমি সদা প্রফুল্ল
এখনো আছে মা, ভাই, সাথী, কন্যা
জীবনে এখনো আছে সুখের বন্যা,
যদিও অনেক কারনেই হৃদয় ভেঙ্গেছে
স্রস্টার কৃপায় সবই সয়েছে
এর নাম জীবন, ঘুরে দাঁড়িয়েছি,
সময়ের স্রোতে, রবির করে দুহাত ভরেছি।