উজল রং, মুক্ত হাওয়া,
তাতে মিশেছে আলোর দাওয়া,
পালালো এবার অশুভ ছায়া।
বাঁধন হারা হৃদয় আমার,
কমতি সকল ভরলো আবার,
পিছন পানে চাইনা তো আর।
আকাশ পথে শালিক উড়ে
তার সুখেতে মনটা ভরে,
কূজন করা জোড়া শালিক,
শিশির ভেজা পাতার ঝিলিক,
মুক্ত আমার বোধে মিলায়,
সুখের শত কণা বিলায়।
দুরের ঐ অজানা থেকে
কেমন যেন জাদু মেখে,
বাবা আমায় গেল ছুঁয়ে,
মায়ের মনে শান্তি দিয়ে,
প্রভু বানালো স্বর্গ ঘিরে,
শ্যামল মাটির ধরনীটিরে।