বড্ড বেশি নোনাজল
কোথায় পাবো একটু স্থল?
বড্ড বেশি আঁধার কালো
কোন গগনে জ্বলবে আলো?
সময় কেন থমকে গেলো?
আহ্নিক গতি অচল হলো?
ত্বরণ আবার হোক অর্পিত
গতিশীলতা খুব বাঞ্ছিত।
বড্ড বেশি অশান্ত ক্ষণ
সময়গুলো করেছে পণ
পণ ভাঙাবে কোন সে জন?
প্রাচীন কালকে শুধিয়ে যাই
আস্থাগুলো লুকালো কোথায়?
অধুনা খোঁজে অলিগলি
আস্থা কেবল চোরাবালি,
প্রাচীন গল্পেই বাহুল্য রূপে
আস্থা বিরাজে ভীষণ দর্পে।
তবে কি শুধুই গুমোট ক্ষণ?
আশায় বাঁচে মানব জীবন,
খুকির মুখের হাসির দৃশ্য
আশার স্বপণ করে চলচ্চিত্র,
মায়ের ভায়ের স্নেহের অস্তিত্ব
প্রিয় সাথীর অটুট বন্ধুত্ব
আশায় ভরায় মোর এই চিত্ত।