তোমাদের এই রাজ্যসভায়
অম্নজানের বহুল মায়ায়
আমায় কেনো ডাকো বন্ধু?
আমি বেমানান অশ্রু বিন্দু।
কোমল ফুল আর পাতার সভা
আহামরি তার রূপের প্রভা
আমি নই সেই কানন বালা
আমাতে নেভে সকল পলা,
আমি নেই তার কোমল প্রাণে
ভ্রমর খোঁজে না আমায় গানে
নেইতো আমার অবাক কানন
প্রাণে নেই মোর মিহি বুনন,
হাসির জোয়ার, সুখের কথন
সব বিস্মৃত, নিভু নিভু মনন।
ভুলে যেয়ো মোর বেসুরো সুর
খুঁজো না আমায়, ডেকো না আমায়
ঠিকানা আমার অচিন পুর।