জীবন, আহ্ জীবন
ছন্দময়, উত্থান ও পতন
মায়ের কোল, বাবার সোহাগ
ভাইয়ের শাসন, দর্শন, বেহাগ,
দুরন্ত শৈশব, নেই মাপজোখ
মেয়েলি জীবন, শকুনের চোখ,
শিকল, বেড়ি, জীবনের মোড়
নতুন স্বপ্ন, নতুন ঘর, নতুন ভোর
যেন কিংশুক, সুখ বাসর, মনোচোর,
কচি দুটি হাত, সুখের খনি
মা ডাক, ফোকলা হাসি, ভুবন ভোলানি।
বাবা কোথায় হারালো
ভেঙ্গে গেল সব, আঁধার কালো,
স্রস্টার কৃপা, কাবা দর্শন
না পারি তা করিতে বর্ণন।
আজীবন যেন ঠিক পথে থাকি
আহ জীবন, শত বাঁধাতেও খুব ভালবাসি
যেমন সবুজ প্রাণে বৃষ্টি রাশি।