নীল আকাশের অবারিত বুকে
চলো উড়ি আজ দুজনে সুখে
ভাসমান মেঘের শ্বেত রাজত্বে
অবকাশ নীড় বানাবো নিভৃতে।
গহীন আঁধার রাতের কথায়
শাখার পাতা নাচে হাওয়ায়
সেই তালেতে আমরা দুজন
বিভোর থাকবো সারাজীবন।
ছিল যত শোক দুঃখ ব্যাথা
ইতিহাসের সেসব রুক্ষ পাতা
আজকে চলো ছিঁড়ে দুজনে
নতুন অধ্যায় জুড়ে দেই তাতে।
গবেষক মোরা দিবস রাতি
নতুন জ্ঞানের উৎসে মাতি,
আজ থেকে চলো প্রেম উপন্যাস
সমান্তরালে লিখি বারোমাস।