কত কথা জমে আছে আনাচে কানাচে
একদিন বলে দিব নিঃসঙ্কোচে
অবিরাম ঝরে যাওয়া বাদলের রাতে,
গল্পরা ভিড় করে আছে পরিধিতে
তোমার সাড়া পেলে রেখে হাত হাতে
কথার বুননগুলি শুক্লা তিথিতে
জোছনার মায়া মাখা স্বপ্নীল রাতে
সাজিয়ে নিব আমি তোমার ছোঁয়াতে।
কত স্মৃতি সযতনে জমা করে রাখি
অবসর পেলে আমি ঝাঁপি খুলে দেখি
সাদা কালো স্মৃতিগুলো পোষ মানা পাখি
কত কিছু চলে যায় দিয়ে মোরে ফাঁকি
স্মৃতির পাখিগুলো করে ডাকাডাকি
জলকণায় ভরে দেয় কাজল আঁখি
স্মৃতির পাতায় আমি যে ছবি আঁকি
তোমাকেই দেখাবো, অপেক্ষায় থাকি।
প্রতিদিন পৃথিবীতে কতকিছু ঘটে
গুরুত্বপূর্ণ কথা হাটে মাঠে ঘাটে
দামি দামি নীতি কথার ফুলঝুড়ি ছোটে
চারিদিকে বিশারদ চলে ঠাটেবাটে
এরিমাঝে কথা মোর ফুল হয়ে ফোটে
এরিমাঝে স্মৃতি ছবি মোর ঘাটে ঘাটে
মূল্য পাবে কি সখা তব নদীতটে?
ঘড়ির কাঁটা দেখো অবিরাম ছোটে।