গুরু গুরু রবে মেঘ গরজে ঐ ধূসর গগনে
আনচান করে মোর মন আনন্দ তানে
এখনি বহিবে জলের ধারা তৃষিত ভুবনে।
বরষার দূত রূপসী কদম, সুবাসে ও  সে অতি পরিমল
স্ফটিক স্বচ্ছ বৃষ্টির জল, মুক্তা তুল্য ঝরে অবিরল
সেই মানিকে দ্যুতি ছড়িয়ে, বৃক্ষরাজি সাজিল বিমল
নাচিল সবুজ শাখা প্রশাখা, তুলে একি ছ্ন্দ হিল্লোল
পল্লব শাখায় নুপূর বাজে অনিন্দ্য নির্মল,
নিবিড় আবেগে চোখের কোনে জল করে টলমল।
সুধা রসে মন সিক্ত হয়ে, নবীন প্রাণে উঠি আমি জেগে
কোন সে বাঁধনে বাঁধিল মোরে, কেমনে আমি প্রকাশি তারে
সকল তাড়না পেছনে ফেলে মেতেছি আমি বর্ষার গানে।