সঘন আষাঢ়, গগনে আধার
ঝরিছে বাদল, বাজিছে মাদল
জাগিছে মনে পুরোনো ব্যাথা সকল,
কেমনে আষাঢ়, বারতা পাঠায়
মনের গহীনে আলোড়ন উঠায়?
সজীব ছোঁয়ায় প্রকৃতি সাজে
কেন সে তবে আমায় দহে?
বুঝি জমানো কষ্ট ধুয়ে
সজীবতার পেলব স্পর্শে
নতুন ভোর আনিবে আমাতে।