কত ঐশ্বর্য, কত শত রূপ,
কত মহিমা, কত সুগন্ধি ধূপ
সারগাম শোন হয়ে নিশ্চুপ।
রবির আলো ছড়িয়ে পড়েছে
আলিঙ্গনে তার মেঘ জড়িয়েছে,
অসীম আকাশ ঢেকেছে কনকে
কণারাশি তার ঝরছে অঝোর,
তুমি আমি চলো হই রূপ চোর,
নারকেলের শাখায় শাখায়
সঞ্চিত কত সুর লহমায়,
ঊর্ধ্বমুখী যত সুরের খেয়া
প্রভাত বরণে বড় বেপরোয়া,
সবুজে লুকানো রাতের মায়া
কত স্বপ্নকে সে দিয়েছে পাহারা,
শিশিরে ভিজে বিদায় জানায়
কোথা যে হারায় খুঁজনো তাহায়।