আমার মায়ের দুঃখ আমি
পারিনা দূর করতে
পুঞ্জীভূত ব্যাথা আমার
মনের গহীনেতে,
ব্যাথা বুকে মা আমার
তবু নাহি ভুলে
সময়মত আমার খোঁজে
ফোনটা নিবে তুলে,
কিসে আমার ব্যাথা বাজে
কিসে বাজে সুর
বলতে হয়না মাকে আমার
থাকুক যতই দূর।
জায়নামাজে হাত তুলে মা
ডাকেন সদা প্রভু
আমার জন্য সকল চাওয়া
নিজের নয়তো কভু।
চায়না কিছু আমার কাছে
মা ডাকেতে মুগ্ধ সে যে
তাতেই বিভোর রয়,
যত ই ব্যাথা দেই না কেন
হাসি দিয়ে তা সয়।
এমন করে ভালো আমায়
বাসবে নাতো কেউ
তবু আমি দূরে থাকি
কেমনে জানো কেউ?
আমার কোল আলো করে
এসেছে মোর মেয়ে,
তারেই দেখে ভালোবেসে
রইযে শুধু চেয়ে,
মা আমার সবই বোঝে
অনুযোগ নেই মোটে।
দোয়া কোরো সবাই ওহে
আমার মায়ের বুক
সুখে যেন পরিপূর্ণ রয়
কাটুক সকল দুখ।