ঐ আকাশের মেঘ,
মেঘ দোলানো হাওয়া,
এদের সাথে খালি গলায়
কেবলই গান গাওয়া,
বাঁশি বাজায় সুরে সুরে
সে কোন বাঁশিওয়ালা?
হ্যামিলনের বাঁকে যে জন
কাঁধে রেখে ঝোলা,
বাঁশি বাজিয়ে ডেকে নিল
শিশু দলের মেলা,
এমনি কেউ এই পাহাড়ে
লুকিয়ে করে খেলা।
গিরিখাতের উপরে আকাশ,
নীল নীল তার মুখের আভাস
মেঘের দলের প্রসাধনে
পাহাড়মালার অলংকারে,
হাওয়ায় বাজায় বাঁশি,
মাতাল মন বলল উঠে
উড়তে ভালোবাসি,
নিব পিছু হাওয়ার বাঁশি
ফেরারী আমার মুখে হাসি,
ঢালু পথে চলছি রথে
সবুজ জড়োয়ার ফিতে
কেবলি ডাকছে সাথে
হ্যামিলনের সেই বাঁকে।
মেঘে ঘেরা পাহাড় মালা
জলের ছোঁয়া আলতো,
মেঘ চাদর গায়ে বালা
সবার সাথে মিলতো,
তারা সবাই ডাকছে পিছু
ফেলে ভাবনা সকল কিছু
কেবলি মন পালায়
গেয়ে খালি গলায়।