দখিনের বারান্দায় কিছু সবুজ প্রাণ,
পড়ন্ত বিকেলে ঝলমলে রোদ আর
সঘন মেঘেদের সেই পুরনো লুকোচুরি খেলা,
কিচিরমিচির কলরবে, ডানামেলা
পাখিগুলো যেন সেই খেলার দর্শক,
মিষ্টি ঝলমলে রোদ সাদাটে
কংক্রিট গুলোতে কেমন রেশমী পেলব এনে দেয়,
আলোর কণা আর সবুজ প্রাণের চলে কথোপকথন।
তাই দেখে পুঞ্জীভূত মেঘ উদ্যমে ছুটে আসে,
শোনায় জলতরঙ্গের আবাহন,
মনের ভিতর জাগায় নতুন বোধ।
ভালোইতো আছে এই মেঘ,
ঝলমলে রোদ, সবুজ আর চঞ্চল প্রাণগুলো,
কত উচ্ছল আর প্রাণবন্ত।
এখানে আমরাই শুধু বন্দি
কবে ভাঙ্গতে পারবো জেলের চৌহদ্দি?
দীর্ঘ দিনের অনাচার, প্রকৃতি হয়েছে বাদী
অনুশোচনা কি জাগাতে পারবে শুভবুদ্ধি।