মাথায় ভীষণ ভোঁতা যন্ত্রণা হয়
সমস্ত শরীর নিংড়ে নোনা জল
বের হয়ে আসতে যেয়ে বাধাগ্ৰস্ত।
একসময় জীবনে কান্নার সুখ ছিল,
বয়স, পারিপার্শ্বিকতায় তা হারিয়ে গেছে
অথবা বলতে পারো অদৃশ্য ঢেউতে পরিনত।
নিঃশব্দ ঢেউ, নদীর কুলকুল ধ্বনি যেমন মনোহর, তেমনি বৈপরীত্য এই নিঃশব্দতায়।
এখন আর মধুর অপেক্ষায় থাকি না,
মাঝে মাঝে কান্নার অপেক্ষা করি,
যদি তাতে নোনা জল সরে গিয়ে পলিমাটি জেগে উঠতো সে প্রত্যাশায়,
অপেক্ষায় থাকি মনের আকাশে উড়বে গাঙচিল,
মিহি বুননের চাদর হয়ে মিঠে রোদ উঠবে,
মনে থাকবে হাওয়াই মিঠাই সুখ।