প্রভাত সমীরণ বহিল,
প্রাঙ্গণে পাখি ডাকিল
বারতা আনিল নতুন আলো
নিশির আঁধার এবার ফুরালো।
পথে চলিল নতুন পথিক
গন্তব্য কোথায় জানো কি সঠিক?
বিগত দিনের ভুলের পাহাড়
যেনো না ফিরে জীবনে তোমার,
নতুন দিনের নতুন আলোয়
খুঁজে নিয়ো তুমি তোমার আশয়।
হয়তো জাগিবে পুরোনো ভয়
সঙ্কল্প তোমার রেখো অক্ষয়,
বিশ্বাস তুমি রাখিও অম্লান
পথ শেষে তুমি হবে মহিয়ান।