দুঃখ, বিষাদ, কান্না, গ্লানি
অনুচ্ছেদ এই জীবনেরই,
তবু কি হায় মানতে পারি
হৃদয় যখন ব্যথায়  ভারি।
ভাবছো তুমি, রাগছো তুমি
মনের ক্ষোভে ফুঁসছ অতি,
ছোট মোদের জীবন তরী,
এসব কষ্ট অদরকারি
বিধাতা খুব খামখেয়ালি,
ভাবছো এসব দিবানিশি।
এই বিভ্রান্তি বিপদজনক
জ্বলে পুড়ে মন হয় যে নরক।
মনের চোখ খুলে দেখিলে
নিগূঢ় তত্ত্বের সন্ধান মিলিবে,
অভিযোগে মত্ত থেকে
পাবে না ভাই শান্তি মনে
শুকরিয়া করো সকাল সাঁঝে,
বিপুলা এই পৃথিবীতে
স্থান পেয়েছ মানববেশে,
শান্তি সে তো তোমা মাঝে
সাধন করে নাও না খুঁজে।