আলতো ছুঁয়ে ফুলের আবীর মাখবো গায়ে,
তাহার পরে ফেরারী হব সাঁঝের কালে,
শনশন ঐ হিমেল হাওয়ায় খুঁজে নেব
উষ্ণ ওমের বন্ধু তোমার মনের গেহ
হারাই যদি পথে যেতে বিষম ভুলে
জানি তুমি পাখির রবে আনবে ডেকে,
শ্রান্তিনাশি ভুবন আমার সেই সে সাঁঝে
মায়ার আলো জ্বালব মোরা আঁধার কালে
পিলসুজের প্রদীপটিতে স্বপ্নসুখে গভীর মোহে
স্বপ্ন বুনে স্নিগ্ধ মনে রঙিন রাতে
ডাকতে রবি ভোরের গান গাইবো তালে।