বৃষ্টির ফোটায় দিঘীর জল
ছন্দে নাচে অতি নিটোল
কালো দিঘীটি টইটুম্বুর
শ্যামল রূপে গাঁও ভরপুর
টিনের চালে বৃষ্টি নূপুরে
কৃষাণির মন হারালো সুদূরে
বৃষ্টি স্নানের সেই সে দুপুর
মায়ের হাতের মুড়ি চানাচুর
শিশুকাল হারিয়েছে আজ বহুদূর
তবুও বাল্য সাথীদের হাসির সুর
মনেতে বাজে বড় সুমধুর
মিঠে স্মৃতির মিঠে রোদ্দুরে
বৃষ্টির জল একে যায়, রংধনুকে।