বিজলী চমকে দূর গগনে
আষাঢ়ের বায়ু আনিল স্মরনে
হারায়েছি যারে শীতের সেদিনে।
আকাশের সাথে একাকার হয়ে
বাদল ঝরে দুই নয়নে,
হৃদয় প্রাচীরে আঘাত হানে
দু:সহ বেদনার ঝড়ের পবনে।
নেই কোন ক্ষোভ বিধাতার সনে
ক্ষুদ্র আমি জানি তাও মনে,
একে একে সবে যেতে হবে
অপেক্ষায় আছি কবে ডাক আসবে,
সেদিন ফেলে যাব এই সবুজ দেশ
ছিন্ন হবে আমার খুকির স্নেহ আবেশ,
পাবো কি সেথা তোমার দেখা?
রহিম রহমান ঘোচাও মনের ব্যথা।