আলোর ঝিলে সবুজ পাতা অবগাহনে পায় পূর্ণতা
স্বচ্ছনীল আদিগন্ত  আকাশ ছড়ায় ধরায় নির্মলতা
ঝিরিঝিরি শীতল হাওয়া বয়ে চলে শাখায় পাতায়
নদীর কূলে কাশফুলের  শোভা বাড়ায়।
শরত এলো, বর্ষা শেষে স্নিগ্ধ শিউলির রূপ ছড়িয়ে
আমায় কেন শরত হাওয়া যাচ্ছ ভুলে অবহেলে
শোকের মাতম বুকে বাজে, ভাসি আমি নয়ন জলে
তোমার ছোঁয়ায় অকৃপণতায় আমায় তুমি নাও ভাসিয়ে
মেঘের ভেলায় চড়িয়ে আমায় দুঃখ ব্যথা দাও ভুলিয়ে
নীল বেদনা দাও ভুলিয়ে, স্বচ্ছ নীলের তুলি বুলিয়ে।