এসেছো ফিরে তুমি আরবার
সুখ এনেছো এক পারাবার,
বসে এককোণে নিরালায়
শুনবে কথা হোক অবেলায়?
শুনবে বলো অভিমান প্রহরে
কান্নাগুলো সব ঝাঁপির ভিতরে
বাষ্প রুদ্ধ হয়ে কেমনে ফুঁসেছে
করবে বিচার যেভাবে লুটেছে?
ভেবো না এ কেমন অভিযোগ?
তোমাকেই করবো আমি নিয়োগ,
করো না কোন যোগ বিয়োগ,
কষ্টগুলো রুপান্তরিত হোক,
হোক আকাশের তারা করে উপভোগ,
তোমার রূপের জাদু,তোমার মনের মধু।