বিষন্ন সময় হাহাকার করে
নিকষ আঁধার ঘনিয়ে আনছে,
কুন্ঠিত প্রাণ বিবর্ণতায় ছেয়ে
নির্জন কুঠুরিতে বন্দি হয়েছে
অশান্ত মন ব্যকুল কাঁদছে।
টুকরো সকল সুখের স্মৃতি
মনের আঙ্গিনায় সাজিয়ে নিতি
বিবর্ণতা ভুলে যাবার গীতি
গুনগুন করে উঠছে বাজি।
বাগানবিলাস তার রঙ ছড়িয়ে
আঁধার কালো মুছিয়ে দিয়ে
বেভুল আর পাপী মনকে
খোদার সমীপে সমর্পিত করছে,
যেথায় আছে আসীম শান্তি,
দীপ্তি আছে দিবস রাতি।
অকূল সাগর কূল পেয়েছে
সেথায় রেখো বাকি পথে
সচল রেখো আমার রথে,
যতই উঠুক তুফান ভারি,
মরীচিকার ঐ প্রভাব হারি
দিগন্ত সীমায় সকল যামী
যেন জ্বলে নূরের শশী।