অভিমান বিলাসী মন
অভিমান করে বপন,
আঁখি জল রাখে গোপন
অভিমানী মোর দুনয়ন।
অভিমান নদী বেয়ে
সুখ খুঁজে মন নেয়ে,
জাল বুনে নীল বিষে
সুখ কি গো পাবে মেয়ে?
টুপটাপ শিশিরের ঝরা
অভিমানী মনে নেই সাড়া,
রোদ্দুরে ঝিলমিল পাতা
কাটাকুটি মোর খেরোখাতা।
গোধূলির গায়ে লাল শিখা
জ্বলে  মোর সব ছবি আঁকা,
নীরবে কাঁদে মোর লেখা
যেচে যাই প্রভাতের দেখা।