প্রভাত আলোয়
সুরভিত রং আর অপরূপ রূপ,
অপলক চোখে
হেরি রূপ কান্তি, খুঁজি রবের স্বরূপ,
মাধুরী ছড়ানো
গরিমা কাহন শুনো হয়ে নিশ্চুপ।
সাঁঝের আলোয়
আসবো ফিরে ক্লান্ত শ্রান্ত আমি
সুখ স্বপণে
রাতুল রঙে সাজিও হৃদয় ভূমি।
আঁধার রাতে
পথ হারালে নিশিকণ্যার ডাকে
রপ আর রং
সুরভিতে মুড়ে যেও মোরে পিছুডেকে