জোছনা আলোয় ভাসে চরাচর
ভেসে আসে এই মনে মধু সহচর,
নিশিথ রাতে জোছনা স্নান
সফেদ গোলাপ ছড়ায় ঘ্রাণ
হিমের হাওয়া কাঁদায় প্রাণ।
আকুতি করি ঘোচাও ভার
রহমান তুমি তরী করো পার
আহত রুধিরাক্ত মনের দুয়ার
উন্মুক্ত করে ঢালো কাওছার।
এই প্রস্থান, এই তিরোধান
অসময়ে বড়, যেন এক বাণ
গভীর ক্ষত, বড় রক্তাক্ত
রহিম রহমান করি আমি ব্যক্ত
কবুল করো দোয়া যা অনুক্ত।