ভীতুর ডিম বাচ্চা হাতি
ভয়েই জীবন গেল কাটি
ভেজাল দোষে খাবার মেন্যু
ঠিক করতে পারেনা ভীতু,
ডিমখানা কি ভেজাল নাকি
চালের মধ্যেও শুনেছে একি,
ভীতু কেবল ভয়েই মরে
জড়োসড়ো বেদম ডরে।
মাছ, চিংড়ি, সবজি, ফল
এখন কি আর বাড়ায় বল?
ভীতু হাতি কেবল ভাবে
এভাবেই কি মরতে হবে?
ভীতু মরে গাড়ির ভয়ে
দম ফুরাবে চলতে পথে,
কখন কোন গতি দানব
পিষ্ট করে অনেক মানব
পৌঁছে দিবে পরলোকে
ভীতু ভাবে কেবল ভাবে।
বড় দালান কিম্বা সেতু
তৈরি হতে দেখলে ভীতু
পালায় ভীষণ বেগে
দেখলে যাবে রেগে।
ভীতু তখন করজোড়ে
বলবে কিছু আসলে তেড়ে
মরবো আমি ভাই
তাই ছুটে পালাই।
এমন অনেক ফিরিস্তি করে
আগুন কিংবা গ্যাসের ডরে
রক্ত চোষা পশুর তোপে
ভয়েই মরে ভীতু
এসব কি কোন হেতু?