অতিমারীর প্রবল দিনে
প্রকট রূপে, লাগামহীনে
ভার্চুয়াল জগত উঠছে বেড়ে
কোমল হৃদয় বন্দি করে।
বিভেদ যেন পাই না খুঁজে
রবির প্রহর কখন ঘুচে,
কখন সে যে বিদায় নিল
আঁধারে তার আলো ঢাকিল।
ঠায় বসে রই গ্যাজেট নিয়ে
ক্ষমা নাই ওরে ক্লান্তি ঘিরিলে,
কাজ হবে সরন হলে
পদার্থ বিজ্ঞান এমনটি বলে,
উল্টে যায় এই ডেফিনেশন
যখন ভার্চুয়ালে করি বিচরণ।
মুক্তি চাই এই রাহু থেকে
সুস্থ জীবন আসুক ফিরে।