প্রেমের হাওয়ার ঋতু নয় এতো
ফুলের বাহারে সাজেনি গোলার্ধ
নয়তো এমন কিশোরী বালা
অথবা কোন রূপসী চপলা
পথ হাঁটিনি সবুজে দুজনে
সুনীল সাগর যায়নি ছুঁয়ে,
ফসলের মাঠ, নাদীটির ঘাট
অথবা দেখিনি রবির পাট।
জ্বলছে ক্ষুধায় বিশ্ব চরাচর
দৈন্যদশায় ভুগছে আপামর,
তবুও তোমার চোখের দৃষ্টি
একপলকেই করে অনাসৃষ্টি,
মহাবিশ্ব মথে জোয়ার আনে
প্রেমের খেলায় হৃদয় মাতে।