ঠিক সন্ধ্যে নামার আগে
ঝুম বৃষ্টি যখন ঝরে
তোমার সাথে থাকতাম যদি
কাজল দিঘীর পাড়ে,
সিক্ত তুমি, সিক্ত আমি
মেঠো পথে, যেতাম ফিরে,
শ্যামল গাঁয়ের ছোট কুটিরে,
মাটির ঘরে আবছায়াতে
একলা প্রদীপ আলো দিবে,
দূর গগনের তারারাজি
সঘন মেঘে রবে ঢাকি,
বাজতো চালে বৃষ্টি মাদল
মনের ঘরে উঠতো প্রবল
ভালবাসার ঢেউ,
তাতে তুমি ভেসে যেতে
খোঁজ পেতনা কেউ।