বৃষ্টি দেখে স্বপ্ন বুনি
ভিজবো দুজন সখা
ইচ্ছে ছিলো লিখবো তখন
সে সময়ের কথা।
ঝুম বৃষ্টি নামলো ছাদে
শখের গাছের পাতায়
ডাকলো ইশারায়।
কচু পাতার ছাতা হাতে
ছেলে মেয়ে উঠে মেতে
ছড়িয়ে শত খুশির রেণু
মিশিয়ে বৃষ্টি কণার বেণু।
সাধ জাগল ভিজবো বলে
সখাকে মোর সঙ্গে নিয়ে
ঝুম বাদল বেলা
ভুলে ব্যামোগুলা।
ভীত আমি পারিনি তবু
হাজার শত জ্ঞানে কাবু,
অসহায় এই নাগরিক আমি
মিথ্যে স্বপন জালে ভাবি
হায়রে আমার স্বপন
না হয় কভু পূরণ।