পল্লী গাঁয়ের দিগন্ত জোড়া
ফসলের মাঠ হৃদয়হরা,
সহজ সরল মায়াকাড়া
আপনজনেরা থাকে ঘিরিয়া,
দীঘির জলে আলোর খেলা
যেন হীরকের দ্যূতির মেলা
বটের শাখে পাখির বাসা
কুহু কূজনে রচে জলসা
মাটির মায়ায় জীবন কাটে
সুখের তরী ভিরে ঘাটে।
সাঁঝের কালে বাঁশের বনে
জোনাক সাজায় বাসর মনে,
আঙ্গিনার ঐ নারকেল শাখে
রূপালী চাঁদ জোছনা সুখে
চিড়ল বিরল কাব্য লিখে,
ঝিঁঝিঁর গানের সুরটি বাজে
দুচোখ বুজে খোশমেজাজে
হৃদয় কমল উঠবে সেজে।
অন্যদিকে এই যে আমি
যান্ত্রিকতার কাছে জিম্মি
নগর জীবন ছন্নছাড়া,
সকল সময় দিশাহারা,
অট্টালিকা তেও সর্বহারা।
যাবো মাঠে ধানি ক্ষেতে
পেশাদারিত্ব চুকিয়ে দিয়ে।