গ্ৰীস্ম শেষে এসেছে বর্ষা
তপ্ত ভূমির ফুরালো অপেক্ষা
মেঘের ভেলায় এলো যে বাদল
মনের অনল তাতে হবে যে শীতল
বিগত দিনে রাহুর কবলে
কত সোনা মুখ গিয়েছে হারিয়ে
গহিন মননে তিব্র ব্যথা
নয়নের জল রচিছে দুঃখ গাথা
বাদল দিনের ঝরঝর বারী
অমীয় সুধায় হৃদয় ভরি
রোদনকারীর রোদন হরি
হাসিমুখ তাদের আবার ফিরাবে
স্রস্টার সব মহিমা গরবে
কম্পিত হবে ভুবনে সরবে।