বৃদ্ধ বুনোফুল ধুঁকে ধুঁকে মরে,
দু'মুঠো অন্ন জোটেনা তাহার-
ক্ষুধার আর্তনাদ, চাল নেই ঘরে,
দুইদিন কেঁটে গেছে মেলেনি আহার।
বদ্ধ পৃথিবী থেমে গেছে দেশ,
কোথা নেই এতটুকু জীবনের দাম;
কতোদিন ফুরিয়েছে সঞ্চয় শেষ,
মৃত্যুই হয়তোবা এর পরিণাম!
বৃদ্ধের চোখ থেকে রক্তের ফোঁটা ঝরে,
শুষে নিয়ে সবটুকু জীবনের স্বেদ;
অঢেল জমছে কারো, কেউ ধুঁকে মরে,
পুঁজিবাদী সভ্যতা- এই ভেদাভেদ।
বৃদ্ধ সে বুনোফুল নিষ্প্রাণ চেয়ে থাকে,
অক্ষিতে নিদ্রার নিষিদ্ধ প্রাচীর সেঁটে;
"দু'মুঠো অন্ন চাই"- শিরোনাম ধরে রাখে,
রক্ত পানে কি আর তৃষ্ণা মেটে!