তোমায় নিয়ে লিখছিনা তাই ভীষণ তোমার রাগ,
কথায় কথায় ভেংচি কাঁটো, পারলে গায়ে হাত;
ভাবছো নাকি অন্য নারী নিচ্ছে তোমার ভাগ,
চক্ষুগোচর পালিয়ে বেড়াও, জেগে কাঁটাও রাত।
অভিযোগে দোষছো আমায় ভুলছি আমি রোজ,
তিন চন্দ্র পেরিয়ে গেছে, নেইনি তোমার খোঁজ-
বসন্তদিন যাচ্ছে চলে- দেইনি তোমায় ফুল,
চতুর্দশীর রাতেও নাকি ছুঁইনি তোমার কেশ;
করছি যা-তা ইচ্ছেমতো সবই আমার ভুল,
তোমায় ছাড়াই হাসছি ভীষণ, ভালো আছি বেশ!
হায়রে বোকা, যাই-বা লিখি, পদ্য-ছন্দ-কথা,
প্রেয়সীকে দুঃখ দিলে কাব্য আমার বৃথা;
উপমা তুমি, তুমিই কাব্য, উদাসী মনের বায়-
অন্তমিলে মিশে গেছো প্রিয়- তোমাকে কি ভোলা যায়?