চলো আলোচনা শুরু করা যাক;


শহর ঘুমিয়ে গেছে,
শকুনেরাও এখন গভীর ঘুমে অচেতন;
এই জায়গাটা বেশ নির্জন, পেঁচারা শুনতে পাবেনা কিছুই;
চলো দেয়ালের কানগুলোতে পঁচে যাওয়া মাংসপিণ্ড গুঁজে দিয়ে-
আলোচনা শুরু করি।


ক'জন মরলো আজ? ক'জন নতুন?
চলো প্রথমেই ওদেরকে অভিবাদন জানাই...


কেউ একজন হিসেবের খাতাটা বের করো;
কে অনাহারে মরলো,
কে অবিচারে মরলো,
কে অপঘাতে মরলো,
কে গাড়িচাপা পড়লো নিয়মতান্ত্রিক রাস্তায়,
কাকে জোর করে তুলে নিয়ে ধর্ষণ করা হলো,
সত্য বলার অপরাধে কার গর্দান কাটা গেলো,
কতজন বেছে নিলো আত্মহননের পথ...
সবকিছু সুন্দর করে লিখে রাখো;


চলো আলোচনা শুরু করি,
চলো কার কি দাবি-দাওয়া আছে
একে একে রাষ্ট্রের সম্মুখে তুলে ধরি;


স্বাধীনতা~গণতন্ত্র~নিরাপত্তা~অধিকার~ন্যায়বিচার


চলো ধর্ষিতার জন্য 'সম্মান' দাবি করি,
চলো বাঁচার জন্য 'অধিকার' দাবি করি,
নিরাপদ রাস্তা, বিশুদ্ধ বাতাস, মত প্রকাশের স্বাধীনতা, একটি স্বাস্থ্যবান রাষ্ট্র...
এবং সবশেষে একমুঠো 'সাদা ভাত';


এছাড়াও আমরা,
কবিতা লেখার, মিছিলে যা'বার, শ্লোগান ধরার,
দৃঢ় আলিঙ্গনে প্রেমিকাকে আঁকড়ে ধরে-
প্রকাশ্যে চুমু খা'বার অধিকার দাবি করতে পারি...


শীঘ্রই আমাদের দাবি-দাওয়াগুলো উল্লেখ করতে হবে,
শীঘ্রই আমাদের হিসেবের খাতাগুলো গুছিয়ে নিতে হবে,
অন্যায়-অবিচারে অন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রের চোখে সত্যের পোস্টার সেঁটে-
রাত পোহাবার আগেই আমাদের যার যার সমাধির কাছে ফিরে যেতে হবে...


সুতরাং আর বিলম্ব না করে,
চলো আলোচনা শুরু করা যাক...🌸