অতটা নিকটে কখনো কি ছিলে?
বশিষ্ঠের যত কাছে অরুন্ধতী থাকে,
নিঃশ্বাসে শিহরণ যত কাছে এলে,
চুম্বন বাঁকা ঠোঁটে আল্পনা আঁকে।
তুমি অতটা নিকটে কখনো কি ছিলে?
কখনো কি দেখেছো শুকতারা আলো,
নীলাকাশে শূন্যতা কোথা গিয়ে থামে-
অবিনাশী ইচ্ছেতে কাকে বাসো ভালো,
চিরকুট লিখেছো কি প্রিয়তম নামে!
হেঁটেছো কি কাক ভোরে, শবনম পদতলে,
কুহেলিকা প্রান্তর দ্বাদশীর শেষ রাতে,
উদরের তিল ছুঁয়ে কামনার দাবানলে,
মনে পড়ে প্রিয়তমা হাত দুটো রেখে হাতে,
অতটা নিকটে কখনো কি ছিলে?