একটি বুনোফুল ভালোবেসে-
অরণ্যের খোঁজে আমি ছুটেছি একশো বছর,
পথে পথে ঘুরে বেড়িয়েছি উন্মাদ হয়ে;
একটি বুনোফুল ভালোবেসে-
আমি প্রশান্ত রাত জেগে পদ্য লিখেছি,
বাতাসের বুকে কান পেতে কাঁটিয়েছি বিনিদ্র প্রহর;
একটি বুনোফুল ভালোবেসে-
বিষণ্ণ মগজ খুঁড়ে আমি সত্য পুষেছি,
পাথুরে শরীর ফুঁড়েছে জীবন্ত তরুলতা,
বুকের গহীনে জমিয়েছি ভীষণ মৃত্যুক্ষুধা;
একটি বুনোফুল ভালোবেসে-
আমি ষোড়শীর দেহকে প্রেমিকা ভেবে,
গাঢ় চুম্বন এঁকেছি বহুবার,
কোঁকড়ানো কেশের ঘ্রাণে হয়েছি মাতাল,
তার উদরের তিলকে শীতল স্পর্শ মেখে,
মলয় পেয়েছি প্রণয়ের রাত শেষে;
তারপর-
তারপর প্রেমিকার বুকে প্রতারণা রেখে,
আবারও হয়েছি আমি নিঃসঙ্গ আকাশ;
শুধু এক বুনোফুল ভালোবেসে!