অতঃপর,
একখানা নির্লিপ্ত ঘুমের শেষে গোধূলিতে জেগে দেখবো পৃথিবীটা সুস্থ,
সেদিন আর আর্তনাদ নয় বরং কোলাহল-ধ্বনিতে মুখরিত হবে দখিনের বাতাস,
আলো ফুরিয়ে আঁধার নামতেই আপন নীড়ে আসবে ফিরে সব পাখিদের দল,
পিপীলিকা পালে মৃদু গুঞ্জন তুলে, প্রেমিকার বুকে বইবে তপ্ত দীর্ঘশ্বাস!
সত্যি বলছি সেদিন এই মহামারী মৃত্যুর তাজা গন্ধকে সাক্ষী রেখে,
ওষ্ঠে তোমার অঙ্গুরি ছুঁয়ে, গাঢ় চুম্বন এঁকে দেবো,
চুলের ঘ্রাণে হবো উন্মাদ, বুকে টেনে নেবো প্রিয় শান্তির ঘুম।
তারপর,
একখানা জীবন্ত ঘুমের শেষে গোধূলিতে উঠবো জেগে,
চিৎকার করে জানালার কাঁচে, লিখে দেবো এক অকপট স্বীকারোক্তি-
"বেঁচে আছি!"