আমার ভালো লাগে সরলতা,
এমন কোনো রমণী যার দিকে তাকালে মনে হবে- কলঙ্কহীন পূর্ণচন্দ্র দেখছি,
যার চোখে তাকালেই মনে হবে- এ আমি মানবী নয়,
সুবিশাল সমুদ্রের বুকে তাকিয়ে আছি।
তার চুলের গন্ধে উন্মাদ হবো,
চোখের নেশায় হারিয়ে যাবো,
হাসিতে পাবো ভীষণ প্রশান্তি;
যাকে দেখলেই মনে হবে- এ আমার কবিতা!
এ যেন এক জীবন্ত মহাকাব্য!
যার দিকে তাকিয়ে অনায়েসে সহস্র কবিতা লিখে ফেলা যায়,
চিবুকের তিল ছুঁয়ে অতি সহজেই বলে ফেলা যায়-
"ভালোবাসি!"