ভেবেছি তোমার মগজ নিয়ে লিখবো,
শকুনের চোখ তীব্র নোংরা দৃষ্টি,
এবারে না-হয় কলম-যুদ্ধ শিখবো,
পায়ে পিষে ফেলে পিশাচ, শোষক-
সবগুলো অনাসৃষ্টি!
বসন্তে এবার শিউলী নাই-বা ফুঁটলো,
সুবোধ মগজে সুবাসিত হোক রাত্রি,
নিঃস্ব না-হয় তীরধনু নিয়ে ছুটলো,
শুভ্র পাখার একদল পাখি- হোক না অভিযাত্রী!
প্রহর গুণে শ্রাবণ শেষে মৃত্যু মিছিল দেখবো;
শুনছো হে সমাজ, ভেবেছি এবার-
তোমায় নিয়েই লিখবো!