এত সহজেই ভুলে গেলে সব?
এইতো সেদিন - দু'শো বছর আগে,
হাতে হাত রেখে পথচলা ছিলো, একসাথে কলরব;
হে উপমহাদেশ, এত সহজেই ভুলে গেলে সব!
কাঁদা ছোড়াছুড়ি শৈশব ছিলো, একই আশ্রয়ে রাত,
একবিংশে আজি শেকড় ভুলে করছো রক্তাঘাত;
ধর্ম নিয়ে রাজার নীতি- ছুড়ছো অনল তীর,
দিনের শেষে হিসেব মেলাও, নড়ছে আপন নীড়;
ইতিহাস দেখো তোমার অশোক, তোমরা বংশ পাল,
কাঁটাতারে কভু জাত না বিকায়- পার হোক যতকাল;
ধর্ম যা-হোক মরছে মানুষ, থামাও মৃত্যু ভব-
হে উপমহাদেশ,
এত সহজেই কিভাবে ভুলে গেলে সব?