#প্রেক্ষাপট : অদ্য অপরাহ্নে এক অপরিচিতাকে চিরচেনা পথখানা ধরিয়া হাঁটিয়া যাইতে দেখলেম। মৃদুতালে হাঁটিবার এই আন্দোলন হৃদয় কাড়িলো সত্য কিন্তু তাহারে মুখ তুলিয়া দেখিবার সাহস পাইলেম না। পরিণামে তাহার স্থান হইলো কবিতায়। স্মৃতিটুকুর অপচয় রোধ করিয়া জাগতিক মনখানা বড়ই প্রশান্তি পাইলো...


কে তুমি মানুষী? হেঁটে যাও আলপথ ধরে..
প্রসন্ন ঘাসেদের আল-ভোলা সরু বুক চিরে,
শ্লথগতি সবুজাভ ঘাসপোকাদের মতো ধীরে,
কে তুমি হেঁটে যাও, রেখে যাও পদরেখা আমারো হৃদয় গভীরে।


শীতের চাদরে সুডৌল দেহখানা সচেতনে ঢেকে,
কে তুমি শীতল বাতাসে মাতোয়ারা সুবাস ছড়াও?
চিরচেনা পথ ধরে অগোছালো পদরেখা এঁকে,
কে তুমি পৌষের বিকেল? তাকাতেই সুদূরে হারাও..


কে তুমি রক্তিম আলোয় অসহ্য শোভনতা ছুঁয়ে-
মুখ তুলে তাকাতেই, নমনীয় করো দুটো চোখ;
কে তুমি সাঁঝের প্রদীপ; সন্ধ্যা-মালতীর মতো নুয়ে-
হেঁটে যাও, রেখে যাও বুকে; অদেখার গূঢ় শোক।


কে তুমি? কে তুমি মানুষী? কি তোমার পরিচয়?
প্রযত্নে বেঁধে রাখি চোখ; বাঁধ ভেঙ্গে ছুঁটেছে হৃদয়;
ওখানে দাঁড়াও, কথা শুনে যাও; উবে যাক সব লাজ-ভয়,
আজ যদি না তাকাও, আমৃত্যু নিউরনে স্মৃতিদের হবে অপচয়...


Date : ০৬ জানুয়ারী, ২০২০