নিরঞ্জনা-
এ জন্মে তোমার বুঝি আর প্রেমিকা হয়ে ওঠা হলো না!
বছর কুড়ি হয়ে গেলো পার,
কৈশোর গেছে ঘুচি এ জগৎ-সংসার,
যৌবন এসে ফুল ফুঁটিয়েছে সরু দেহে,
ইচ্ছেরা মরে গেছে বেদনার গৃহদাহে,
তুমি প্রেমিকার দেখা তবু পেলে না;
এ জন্মে তোমার বুঝি অভিসারে যাওয়া আর হলো না!
প্রেমকুঁড়ি ফুল হয়ে ফোঁটেনি তোমার মনে,
বাসন্তী হাওয়া এসে ঢেউ তোলে সমীরণে,
লাল বেনারসী গায়ে আলতা রাঙানো পায়ে,
জীবনের দোলাচলে অবশেষে বধূ হলে,
তবু গোপন চুমুর শখ গেলো না;
নিরঞ্জনা-
এ জন্মে তোমার বুঝি আর প্রেয়সী হয়ে ওঠা হলো না!