এই দুর্ভিক্ষের ভয়াল থাবার মুখে দাঁড়িয়ে-
ভাষণ শুনতে চাই না,
মোরা রেশন চাই।
কৃষক, শ্রমিক ভাই অনাহারে মরে,
অস্ফুট ক্রন্দন প্রতি ঘরে ঘরে,
অন্নের দীনতায় হয়ে আছি মৃতপ্রায়,
মোদের কি বাঁচবার অধিকার নাই?
পেটে আগুন, গায়ে ছিঁড়ে ত্যানা জড়িয়ে-
ভাষণ শুনতে চাই না,
মোরা অন্ন চাই।
রাজনৈতিক ঈশ্বর সিংহাসনে চেপে,
একমুঠো চাল দ্যান, হিসেবের কড়া মেপে,
ছবি তুলে তোলপাড়- সম্মান কোথা কার!
অনাহারী ভুখা তাই লজ্জায় হাত পেতে যাই,
এই জীবন যুদ্ধে তাজা মৃত্যুকে হারিয়ে-
ভাষণ শুনতে চাই না,
মোরা বাঁচতে চাই।