অতি সাবধানে হেঁটে চলি মলয়ের পথে,
কিছু বেলীফুল তবু পায়ে পিষে যায়।
সদ্য ফোঁটা কুঁড়িগুলো তাই চিৎকার করে কাঁদে,
সুবিপুল আকাশ নির্বাক হয় কান্নার অনুনাদে,
বিষাদের ধ্বনি গুমোট বাতাসে শুধু ঘুরপাক খায়;
খুব মনোযোগে হেঁটে যাই অরণ্য গহীনে,
কিছু বুনোফুল তবু পায়ে পিষে যায়।
কাঁটাঝোপ জমে থাকে শিউলির তলে,
পরগাছা লতা গুলো এঁকেবেঁকে চলে,
নরম সবুজ ঘাস ভীষণ বিরহ নিয়ে দুচোখে তাকায়;
সযতনে চোখ ফেলে হেঁটে যাই বেণুবনে,
তবু কিছু বিষকাঁটা পায়ে বিঁধে যায়।
অসহ্য যন্ত্রণা রক্তের ফোঁটা ঝরে,
শেষরাতে নিষ্পাপ ইচ্ছের তরু মরে,
ব্যর্থতা বুকে চেপে নীড়ে ফিরে আসি আমি রোজ অবেলায়;
অতি সন্তর্পণে হেঁটে চলি মৃত্যুর পথে,
তবু জীবন কখনো নাহি পিছু ছেড়ে যায়!