ইচ্ছে যদি হয়,
যদি ভাবো মোক্ষম সময় এসেছে হাতে,
তবে স্টোররুম থেকে তুলে নাও শক্ত রশিটা,
ব্যস্ততা নয়, ধীরে ধীরে বেঁধে ফেলো সিলিংফ্যানের সাথে,
বেতের মোড়াটা এগিয়ে নিয়ে তার উপরে উঠে দাঁড়াও,
রশিটা এবার তোমার নরম গ্রীবায় বৃত্তের মতো বাঁধো,
কোনোকিছু ভাবার প্রয়োজন নেই-
ঝুলে যাও, ভুলে যাও- বুকে টেনে নাও সহজ মৃত্যু!
ইচ্ছে যদি হয়,
যদি ভাবো যথার্থ সময় এসেছে হাতে,
তবে রান্নাঘর থেকে ধারালো বটিখানা তুলে আনো,
যে বটিতে তোমার মায়ের হাতের কোমল স্পর্শ লেগে আছে,
সে বটিখানা তুলে নিয়ে দ্বিধাহীনভাবে কেঁটে ফেলো শ্বাসনালি,
চুকে যাক সব লেনাদেনা, বুকে টেনে নাও সহজ মৃত্যু!
ইচ্ছে যদি হয়,
যদি ভাবো এবার সময় এসেছে হাতে,
তবে বের করো ড্রয়ারে লুকোনো বিষের শিশিটা,
সংকোচ কোরো না, কিছুই ভাবার প্রয়োজন নেই,
ছিপি খুলে শুষে নাও সবটুকু গরলের সুধা,
বিষাক্ত তরল ধমনী বেয়ে মিশে যাক রক্তকণিকায়,
থেমে যাক হৃদযন্ত্রের একঘেয়ে কম্পন, বুকে টেনে নাও সহজ মৃত্যু!
ইচ্ছে যদি হয়,
যদি ভাবো এইতো সময় এসেছে হাতে,
তবে তুলে নাও বুকসেল্ফের পাশে রাখা ধারালো ব্লেডখানা,
উঠে গিয়ে রুমের দরোজাটা বন্ধ করে দাও,
এবার ধীরে ধীরে, অতি সচেতনে কেঁটে ফেলো গোড়ালির মোটা ধমনীটা,
সময় এসেছে হাতে কাঙ্ক্ষিত সময়,
চোখ দুটো বন্ধ করে অপেক্ষা করো, বুকে টেনে নাও সহজ মৃত্যু!
অথবা ইচ্ছে যদি হয়,
যদি ভাবো এখনও সময় আসেনি হাতে,
যদি ভাবো আরও কিছু বেঁচে থাকা চাই তবে,
দূর হও, দূর হও-
যাও গিয়ে বেদনার কালো পায়ে চুমু খেয়ে আসো,
আলোটা নিভিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো নরম বিছানায়,
ভয় নেই ভয় নেই, যন্ত্রণা বুকে পুষে রেখে-
তুমি বেছে নিলে এক কঠিন মৃত্যু!