অতঃপর,
শতাব্দীর শেষদিকে আমাদের হবে দ্যাখা,
টিএসসি, নীলক্ষেত অথবা রাজ-মিছিলে;
পোস্টার হাতে কপালে আমার চিন্তা রেখা,
স্লোগান ভুলে এগিয়ে যাবো মিছিল ঠেলে;
টুকরো কাগজ, চিরকুট বা রক্তলেখা,
গুঁজে দেবো হাতের মুঠোয় সঙ্গোপনে;
আড়াল হয়ে দেখবে তুমি কাগজ খুলে,
সাতশো কোটি মানুষের এই জাগরণে-
"সুরঞ্জনা- এতোদিন তুমি কোথায় ছিলে?"