কতোকিছুই লিখছি তো রোজ বর্ণমালার রেশে,
তুমি এলে তাই থমকে গেলাম স্মৃতির অবশেষে,
কড়া নেড়ে কবি'র ঘরে, রাত্রি শেষে ভোর প্রহরে,
এলে তুমি প্রভাত হয়ে সবুজ পাখির ডানায় চড়ে;
এসে যেন ঠিক কোকিলের সুরে- প্রিয় গানে কথা বলো,
তুমি আসতেই প্রথম আলোয়, আমার অবসান হলো।
হাসিমুখে তব ভ্রু-যুগল বাঁধা- চোখদুটো যেন ঝরনা সম,
অগোছালো কেশে উন্মাদ হই, ঘুচে যায় সব যাতনা মম,
বর্ণমালায় লিখতে গেলেই- অতল জলেতে ভাসি;
কাব্য তুমি উপমা সিক্ত, আমি এক কাব্য-চাষী!
বলি শোনো এই ছুঁড়ে ফেলো সব অজ্ঞাত যত সুর,
নরম শুভ্র মেঘে ভর করে, ভেসে যাও বহুদূর,
অথবা এতটা যাযাবর না হয়ে- অরুন্ধতী খুঁজি চলো,
আজ কবিতার বেশে তুমি এলে তাই, কবি'র অবসান হলো।