আামাদের মৃত্যঞ্জয়ী প্রাণ ;
আমাদের ভালোবাসা তাকে রাখতে পারেনি
সে আজ সকল দ্বায়-দ্বায়িত্বের উদ্ধে
তার শঙ্কামুক্ত, ঝামেলা মুক্ত যাপিত জীবন
সে ভালবাসাকে  জয় করল
মৃত্যু তার কাছে পরাজয় মেনে নিল
আমাদের কোন আক্ষেপ
আমাদের কোন উপেক্ষা
তার পথ রোধ করতে পারেনি ।
সে এক অমোঘ সত্তা!
সে নিজকে বিলিয়ে দিয়ে  প্রমাণ করল
ভালোবাসাই সেরা ।
ও বড্ড জেদী- এক রোখা ছিল
শেষ পযন্ত নিজের সিদ্ধান্তে অটল রইল
কিংবদন্তী হবার পথে পা বাড়াল ।
বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বষের শিক্ষাথী ছিল
আমার প্রাণ তাকে কখনও স্পশ ও করেনি
কিন্তু, যখন ভালোবাষার প্রশ্ন মনে জাগে
নিজেরই অজান্তে বারবার স্মরণ করি তাকে
আমার সত্তা নুয়ে যায় তার ত্যাগের কাছে ।
সেই সময়ের সেরা প্রণয়ী ।


২৩-০১-২০১৪ সাল


রা:বি: স্টেশন বাজারে আত্নাহুতি দেয়া ফামেসীর ছাএী অনুর স্মরণে ১১মাঘ, ১৪১৬ সাল