যে মানুষ মত্সজীবী ,আজীবন মাছ ধরে জীবিকা অর্জন করে ----
জীবন অপরিবর্তনীয় ;
তার বুকে থাকে অনেক অজস্র নোনা ব্যাথা।
‌‌‌ধানজীবী কৃষক, শ্রমজীবী মানুষের নোনা ব্যথার খোজ রাখে কে ?
একজন বেশ্যার চোখে অনেক কথা ঝড়ে ,
কেউ দ্যাখেনা তার চোখ ; শুধু খোঁজে সুন্দর শরীর।
একজন ধর্ষিতা নারীর অনেক ব্যথা জানার পরেও
সমাজ তাকে ধর্ষণ করতে চায়।
নেশাখোরের চোখেও ছিল প্রচুর স্বপ্ন
সে স্বপ্ন গুলো কি শুধু ই স্বপ্ন ?
পড়ে পড়ে মার খাওয়া শ্রেণীর মানুষের চোখে একবার তাকাও না,
ওরা কি বলতে চায় ?
পড়ে পড়ে মার খাওয়া শ্রেণীর মানুষের নোনা ব্যথা
এখন আর নোনা নেই ;
তাদের চোখে আর কোনো কথা ঝড়ে না।
ঐ নোনা ব্যথা আর চোখের ভাষা এখন
শ্রেণী সংগ্রামের হাতিয়ার।


১৩ পৌষ ১৪২১ সাল, গুরুদাসপুর থেকে